hot tomato sauce ketchup recipe
100%

Servings

6

Prep

15 min

Cook

45 min

Vote

Like 31

হট টমেটো সস রেসিপি | Hot Tomato Sauce Recipe | Hot Tomato Ketchup

Ingredients

  • 1 kg ‏Tomato
  • 1 tbsp ‏Chopped onion
  • 3 cloves ‏Garlic
  • 1 tsp or to taste ‏Sugar
  • To taste ‏Salt
  • 1 tsp ‏Red chili powder
  • 1/4 tsp ‏Cinnamon powder
  • 1/4 tsp ‏Cloves powder
  • 2 tbsp ‏Vinegar
  • 1 tsp ‏Corn flour

 

Directions:

1Wash tomatoes and drain. Then cut into slices. Take them in a sauce pan and add onion, garlic and a small amount of water. Cook for about 10-12 minutes or till tomatoes are perfectly cooked. Let it cool completely.

2Now blend tomatoes in a blender. Do not use any water at this time. Strain through a strainer to separate the peels and seeds of tomatoes. We will have a smooth tomato paste to make sauce.



3Take them in a pan on medium-low heat. Add sugar, salt, red chili powder, cinnamon powder, cloves powder and mix well. Stir and cook for 5-7 minutes. Then add vinegar and cook for another 2 minutes.

4Now in a small bowl mix corn flour and water. Add this mixture in the sauce and stir thoroughly. This will help in thickening the sauce and absorbing extra water so that you can store the sauce for a long time. When you will get the exact consistency of your sauce turn the flame off. Let it cool completely. Then store in a glass jar for 2 months in normal temperature. You can store this in refrigerator as well for about six months. Enjoy this sauce with your favorite food items.

 

Check out “Olive Pickle Recipe” below.

 

হট টমেটো সস রেসিপি // Hot Tomato Sauce Recipe // Hot Tomato Ketchup

 

 

উপকরণ

  • ১ কেজি ‏লাল পাকা টমেটো
  • ১ টেবিল চামচ ‏পেয়াজ কুচি
  • বড় সাইজের তিন টুকরা ‏রসুন
  • ১ টেবিল চামচ বা পরিমানমত ‏চিনি
  • পরিমাণমত ‏লবণ
  • ১ চা চামচ ‏শুকনো মরিচের গুড়া
  • ১/৪ চা চামচ ‏দারুচিনি গুড়া
  • ১/৪ চা চামচ ‏লবঙ্গ গুড়া
  • ২ টেবিল চামচ ‏ভিনেগার
  • ১ চা চামচ ‏কর্ন ফ্লাওয়ার

 

প্রস্তুত-প্রনালী:

টমেটো ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর স্লাইস করে কেটে নিন। একটি পাত্রে টমেটো স্লাইসগুলো নিয়ে এর মধ্যে পেয়াজ কুচি, রসুন আর সামান্য পানি দিয়ে টমেটোগুলো ভাল করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করে নিন।

ঠান্ডা হয়ে গেলে বেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার একটি ছাকনির সাহায্যে ছেকে নিন। আর খোসা ও বিচির অংশগুলো ফেলে দিন। এতে করে টমেটোর সসটা খেতে ভাল লাগবে।



একটি পাত্রে ছেকে নেয়া টমেটোগুলো নিয়ে মিডিয়াম আচে জ্বাল করুন। এবার একে একে লবণ, চিনি, দারুচিনি গুড়া, লবঙ্গ গুড়া, শুকনা মরিচের গুড়া দিয়ে ৫-৭ মিনিট নেড়ে চেড়ে রান্না করুন। এই পর্যায়ে এসে এতে ভিনেগার মিশিয়ে নিতে হবে। আরও ২ মিনিট রান্না করুন৷

ছোট একটা বাটিতে কর্ণ ফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য পানি মিশিয়ে এই মিশ্রণটি সসের মধ্যে মিশিয়ে নিন। এতে সস ঘন হবে আর অতিরিক্ত পানি থেকে গেলে তাও শুষে নেবে। ফলে বেশিদিন ধরে এটা সংরক্ষণ করা যাবে৷ যখন সসটা সঠিক ঘনত্বে চলে আসবে তখন চুলা বন্ধ করে দিন। সস পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কাচের জারে ভরে প্রায় ২ মাস নরমাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে৷ আর ফ্রিজে রেখে ৬ মাস সংরক্ষণ করতে পারবেন। যে কোন পছন্দের খাবারের সাথে এই সস পরিবেশন করতে পারেন।

 

জলপাই আচার রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।

 

জলপাই আচার রেসিপি | Olive Pickle Recipe | Jolpai Achar Recipe

100 0 100 31

No Comments

Leave your comments or suggestions, thanks!