green-mango-juice-drink-recipe
100%

Servings

4

Prep

10 min

Cook

10 min

Vote

Like 32

কাঁচা আমের শরবত রেসিপি | Green Mango Juice | Kacha Amer Shorbot

Ingredients

  • 1 pc (large) ‏Green mango
  • 1 tsp or to taste ‏Black salt/salt
  • 1/2 tsp ‏Roasted cumin powder
  • 1 pc ‏Roasted red chili
  • 2 pcs or to taste ‏Green chili
  • 5/6 pcs ‏Ice cube
  • 2 tbsp or to taste ‏Sugar
  • 4 cups ‏Water

 

Directions:

1Take all the ingredients in a blender jug. Add 1 cup of water. Then blend very well using 10 seconds pulses.



2Add ice cubes and blend again. Now add 3 cups of water. Blend well and your mango juice is ready to serve.

 

Check out “Beef Tehari” recipe below.

 

Watch on YouTube: কাঁচা আমের শরবত রেসিপি // Green Mango Juice // Kacha Amer Shorbot

 

 

উপকরণ

  • ১ টি বড় সাইজ ‏কাঁচা আম
  • ১ চা চামচ বা স্বাদমত ‏বীট লবণ/ লবণ
  • ১/২ চা চামচ ‏ভাজা জিরা গুড়া
  • ১ টি ‏ভাজা শুকনো মরিচ
  • ২ টি বা স্বাদমত ‏কাচা মরিচ
  • ২ টেবিল চামচ বা স্বাদমত ‏চিনি
  • ৫/৬ টি ‏আইস কিউব
  • ৪ কাপ ‏পানি

 

প্রস্তুত-প্রনালী:

ব্লেন্ডারের জগে সব উপকরণ ও ১ কাপ পানি নিয়ে নিন। এবার ১০ সেকেন্ড পালস করে করে ব্লেন্ড করে নিন।



এখন আইস-কিউব দিয়ে দিন। ভালো করে আবার ব্লেন্ড করে নিন। আরও ৩ কাপ পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই মজার আমের শরবত রেডি হয়ে যাবে।

 

বিফ তেহারির রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।

 

বিফ তেহারি রান্নার সহজ রেসিপি | Easy Beef Tehari Recipe

Recipe By

Avatar
Posted on June 5, 2020
100 0 100 32

No Comments

Leave your comments or suggestions, thanks!