নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল | Super Easy Chicken Curry Recipe
Ingredients
- 600 gm Chicken
- 4 pcs Potato, medium
- 2 tbsp Chopped onion
- 1 tbsp Garlic cloves
- 1 tbsp Chopped ginger
- 1 tsp Whole or crushed cumin
- 1 tsp Turmeric powder
- 6-7 pcs or to taste Dried red chili
- 3 pcs Cinnamon
- 3 pcs Cardamom
- 4-5 pcs Cloves
- 2 pcs Bay leaves
- 2 tbsp Soybean oil
- 1 tbsp Mustard oil
- To taste Salt
Directions:
1Cut the chicken into small pieces and potatoes into halves. Wash and drain well.
2Now in a sauce pan add chicken pieces, potatoes, chopped onions, ginger, garlic, dried red chilies, cumin, bay leaves, cinnamon, cardamom, cloves, turmeric powder, soybean & mustard oils (or any of these oils only with increased amount) and salt. Mix everything well with your hand.
3Turn on the flame, cover and cook on medium-low heat for 5 minutes. No need to add water this time. Chicken will start releasing water. Stir for a while, if required you can add a little amount of water to avoid burning. Cover and cook again for 5-7 minutes.
4Stir for few seconds and add a little amount of water. Again stir to mix, cover and cook till chicken and spices start releasing oil.
5Add 2-3 cups of warm water as per your gravy requirement. Cover and cook on medium-high flame for 15-20 minutes. Stir occasionally to avoid burning. Meanwhile you can taste and adjust with adding ingredients. When everything is well cooked and the gravy gets thick as per your requirement turn the heat off and sprinkle some roasted cumin powder on top. Cover & keep for 1-2 minutes and it’s ready to serve with rice, roti, naan or paratha.
Check out “Chicken Jhal Fry” recipe below.
Watch on YouTube: নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল // Super Easy Chicken Curry Recipe
উপকরণ
- ৬০০ গ্রাম মুরগির মাংস
- ৪ টি নতুন আলু, মাঝারি সাইজ
- ২ টেবিল চামচ পেয়াজ কুঁচি
- ১ টেবিল চামচ আস্ত রসুন
- ১ টেবিল চামচ আদা কুচি
- ১ চা চামচ আস্ত বা চূর্ন জিরা
- ১ চামচ হলুদ গুড়া
- ৬-৭ টি বা স্বাদমত শুকনো মরিচ
- ৩ টুকরা দারুচিনি
- ৩ টি এলাচ
- ৪-৫ টি লবঙ্গ
- ২ টি তেজ পাতা
- ২ চা চামচ সয়াবিন তেল
- ১ টেবিল চামচ সরিষার তেল
- পরিমানমত লবণ
প্রস্তুত-প্রনালী:
১মুরগী ছোট টুকরা করে কেটে নিন ও আলু দু’ভাগ করে কেটে নিন। ভালভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২এবার একটি করা্ই বা সস প্যানে মুরগির টুকরা, আলু, কাটা পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, সয়াবিন ও সরিষার তেল (বা যে কোন একটি পরিমান বাড়িয়ে) এবং লবণ দিয়ে দিন। হাত দিয়ে সবকিছু ভাল করে মেশান।
৩এখন চুলা জ্বালিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করুন। এই পর্যায়ে পানি দেওয়ার দরকার নেই। মুরগির মাংস থেকে কিছুটা পানি ছাড়বে। কিছুক্ষন নাড়ুন, তবে যদি প্রয়োজন হয় তাহলে অল্প পরিমানে পানি দিতে পারেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন।
৪কিছুক্ষন নাড়ুন। অল্প পরিমান পানি দিয়ে নেড়ে মিশিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন মুরগি ও মসলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত।
৫২-৩ কাপ গরম পানি যোগ করুন বা যতটুকু ঝোল রাখতে চান। এবারে চুলার আচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১৫-২০ মিনিটের জন্য রান্না করুন। পুড়ে যাওয়া এড়াতে মাঝে মাঝে নেড়ে দিবেন। এক ফাঁকে ঝোল চেখে স্বাদমত উপকরন যোগ করে নিতে পারেন। যখন সবকিছু ঠিকমত সেদ্ধ হয়ে যাবে এবং ঝোল ঘন হয়ে আসবে তখন চুলা বন্ধ করতে দিন এবং উপরে কিছু ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ১-২ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন। এখন এটি পরিবেশন করার জন্য প্রস্তুত। ভাত, রুটি, নান বা পরোটা দিয়ে এই মুরগির মাংস পরিবেশন করতে পারেন।
বাসায় রান্না চিকেন ঝাল ফ্রাই রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।
বাসায় রান্না চিকেন ঝাল ফ্রাই রেসিপি | Bangladeshi Chicken Jhal Fry Recipe
No Comments