narkel-gurer-coconut-naru-laddu-recipe
100%

Servings

4

Prep

10 min

Cook

20 min

Vote

Like 43

নারিকেলের নাড়ু রেসিপি | Narkel Naru Recipe | Coconut Laddu

Ingredients

  • 1 and 1/2 cup ‏Shredded coconut
  • 1 cup ‏Sugarcane jaggery
  • 1/4 tsp ‏Cardamom powder

 

Directions:

1In a fry pan take coconut, jaggery & cardamom and mix everything with the help of your hand till jaggery dissolves well.

2Now turn the flame on and cook on medium-low flame patiently. Keep stirring till sticky.



3Turn the flame off, take aside in a bowl and let it cold a bit.

4Grease your hands with a bit of oil or ghee. While warm take some portion and make small balls. It would be difficult to shape them if they get cold. Then let them fully cool down. You can store them in normal temperature up to 5 days or a week.

 

Check out my “Special Mix Veggies” recipe below.

 

Watch on YouTube: নারিকেলের নাড়ু রেসিপি // Narkel Naru Recipe // Coconut Laddu

 

 

উপকরণ

  • দেড় কাপ ‏কোরানো নারকেল
  • ১ কাপ ‏আখের গুড়
  • ১/৪ চা চামচ ‏এলাচ গুড়া

 

প্রস্তুত-প্রনালী:

একটি ফ্রাই প্যানে নারকেল, গুড় ও এলাচ নিয়ে হাতের সাহায্যে চটকে মেখে নিন।

এবার চুলা জ্বালিয়ে আচ মিডিয়াম-লো রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করতে থাকুন আঠালো না হওয়া পর্যন্ত।


চুলা বন্ধ করে একটি বাটিতে ঢেলে নিন।

হাতের তালুতে সামান্য ঘি বা তেল মেখে নিয়ে অল্প অল্প করে অংশ নিয়ে গোল গোল নাড়ুর মত বানিয়ে নিন। এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে নাড়ুর শেইপ হবে না। সবগুলো বানানো হয়ে গেলে ঠান্ডা করে নিন। এরপর এগুলোকে ৫ থেকে ৭ দিন সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন।

 

জলযোগ স্টাইলে সবজির রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।

 

জলযোগ স্টাইলে সবজির রেসিপি | Special Mix Veg Recipe | Jolojog Style Mix Sabzi

Recipe By

Avatar
Posted on October 16, 2021
100 0 100 43

No Comments

Leave your comments or suggestions, thanks!