ওলের ডাটা কাঠাল বীচি চচ্চড়ি | Elephant Arum Stem Recipe | Oler Data Kathal Bichi
Ingredients
- 5-6 pcs Elephant arum stem
- 250 gm Jack fruit seeds
- 6-7 pcs Sliced green chilies
- 2 tbsp Chopped onion
- 2 pcs Cinnamon
- 2 pcs Cardamom
- 1 tsp Mustard paste
- 1/2 tsp Cumin powder
- 1/2 tsp each Ginger-garlic paste
- 1 tsp Turmeric powder
- 1/4 cup Vagetable/soybean Oil
- To taste Salt
- 1 pc Bay leaf
Directions:
1Cut elephant arum stems and jackfruit seeds into thin and small pieces. Wash and drain well. Now boil with 2 cups of water for 2 to 3 minutes. Then drain and wash again with normal water.
2Now heat some vegetable oil in a sauce pan. Add chopped onions, chilies, bay leaf, cinnamon, cardamom and stir for 2 minutes to remove the raw smell. Add arum pieces and seeds this time. Give a nice mix. Add salt, chilies and some water, cover the pan with the lid and cook for 5-7 minutes until they become tender.
3Add mustard paste, cumin powder, garlic paste, ginger paste and turmeric powder until it starts releasing oil. Add some water and cook for another 5 to 10 minutes. When the water is dried, turn the heat off and serve warm.
Check out my another jackfruit recipe below.
ওলের ডাটা কাঠাল বীচি চচ্চড়ি // Elephant Arum Stem Recipe // Oler Data Kathal Bichi
উপকরণ
- ৫/৬ টি ওলের ডাটা
- ২৫০ গ্রাম কাঠালের বীচি
- ৬/৭ টি কাচা মরিচ ফালি
- ২ টেবিল চামচ পেয়াজ কুচি
- ২ টি দারুচিনি
- ২ টি এলাচ
- ১ চা চামচ সরিষা বাটা
- ১/২ চা চামচ জিরার গুড়া
- ১/২ চা চামচ প্রত্যেকটি আদা- রসুন বাটা
- ১ চা চামচ হলুদ গুড়া
- ১ চা চামচ সয়াবিন তেল
- পরিমাণ মত লবণ
- ১ টি তেজ পাতা
প্রস্তুত-প্রনালী:
১ওলের ডাটা ও কাঠালের বিচি ছোট করে কেটে হাল্কা গরম পানিতে ২ মিনিট ভাপিয়ে নিন। পানি ঝরিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
২চুলায় একটি পাত্র দিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়ুন যেন পেঁয়াজ-এর কাচা গন্ধ চলে যাই। এবার ভাপিয়ে রাখা ডাটাগুলো ও কাঠালের বীচি দিয়ে একটু নেড়ে লবণ, মরিচ ও সামান্য পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করুন ৫ মিনিট সিদ্ধ হতে।
৩এই পর্যায়ে হলুদ গুড়া, সরিষা বাটা, জিরা গুড়া, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ২ মিনিট ভাল করে কষিয়ে নিন যতক্ষণ তেল না ছাড়তে থাকে। এখন ১/২ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন। পানি পুরোপুরি শুকিয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন।
কাঠালের এচরের রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।
https://bdfoodrecipe.com/recipe/kathal-echor-chingri-jackfruit-shrimp/
No Comments