বরবটি চিংড়ি ভর্তা রেসিপি | Long Bean Recipe | Borboti Chingri Vorta Recipe
Ingredients
- 250 gm Long beans
- 100 gm Shrimps
- 2 tbsp Chopped onion
- 7-8 pcs Green chilies
- 5-6 pcs Garlic
- 1/4 tsp Cumin
- 1 tbsp Mustard oil
- 1 tbsp Cooking oil
- To taste Salt
Directions:
1Heat oil in a pan. Shallow fry prawns/shrimps with some salt and turmeric powder. When they turn into golden brown add garlic, green chilies and cumin and fry for a minute.
2Now add pre-boiled long beans and salt and fry for 2-3 minutes on medium heat. Turn the flame off and let them completely become cool.
3Now blend in a blender into smooth paste. You can use traditional sheel-pata (local grinder) For this. Now add chopped onion, green chilies and mustard oil. Mix everything with your hand or a spoon. Borboti Chingri Vorta is ready to be served. Serve with plain rice.
Check out “Okra with Shrimp” recipe below.
বরবটি চিংড়ি ভর্তা রেসিপি // Long Bean Recipe // Borboti Chingri Vorta Recipe
উপকরণ
- ২৫০ গ্রাম বরবটি
- ১০০ গ্রাম চিংড়ি মাছ
- ২ টেবিল চামচ পেয়াজ কুঁচি
- ৭/৮ টি কাচা মরিচ
- ৫/৬ কোয়া রসুন
- ১/৪ চা চামচ আস্ত জিরা
- ১ টেবিল চামচ সরিষার তেল
- ১ টেবিল চামচ সয়াবিন তেল
- পরিমাণমত লবন
প্রস্তুত-প্রনালী:
১একটি পাত্রে তেল গরম হতে দিন। গরম তেলে চিংড়ি মাছগুলোকে লবণ-হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিতে হবে। এরপর এতে রসুন, জিরা ও কাচা মরিচ দিয়ে আবারও একটু ভেজে নিন।
২এবার এতে আগে থেকে সেদ্ধ করে রাখা বরবটি ও লবণ দিয়ে ২-৩ মিনিটের মত মিডিয়াম আচে ভেজে নিন। ভাজা হয়ে এলে চুলা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিন।
৩ঠান্ডা হলে বেল্ডার বা শীল-পাটায় বেটে নিন। এখন পেয়াজ কুচি, কাচা মরিচ কুচি ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলেই বরবটি চিংড়ি ভর্তা তৈরি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
ঢেড়স চিংড়ির চচ্চড়ি রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ঢেড়স চিংড়ির চচ্চড়ি রেসিপি | Okra with Shrimp Recipe | Dharosh Chingri Chorchori
No Comments