alur-aloor-potato-chop-recipe
100%

Servings

6

Prep

30 min

Cook

30 min

Vote

Like 32

আলুর চপ রেসিপি | Potato Chop Recipe | Alur Chop Recipe

Ingredients (for batter)

  • 1 and 1/2 cup ‏Gram flour
  • 3 tbsp ‏Rice flour
  • 1 tbsp ‏Corn flour
  • 1 tsp ‏Ginger-garlic paste
  • 1/2 tsp ‏Roasted cumin powder
  • 1 tsp ‏Roasted coriander powder
  • 1 tsp ‏Red chili powder
  • To taste ‏Salt

Ingredients (for potato cutlet)

  • 4 pcs ‏Boiled potatoes
  • 1 tsp ‏Fried onion/beresta
  • 6/7 pcs ‏Roasted & crushed red chili
  • 1 tsp ‏Chopped green chili
  • 1 tsp ‏Roasted & crushed cumin-coriander
  • To taste ‏Salt
  • To deep fry ‏Oil

 

Directions:

1At first we are going to make the batter. In a mixing bowl take gram flour, rice flour, corn flour, ginger-garlic paste, roasted cumin powder, roasted coriander powder, red chili powder and salt. Mix all dry ingredients with a spoon. Then gradually add normal temperature water and make a smooth batter. The batter has to be not too much thick or not too much thin. Keep it aside for rest.

2Now in a another mixing bowl take boiled mashed potatoes. Add fried onion, roasted red chili, chopped green chili, roasted and crushed cumin and coriander, salt and mix everything together with hands. Then make little shapes like chop or as potato cutlet or as you want. You can store this in an air tied container in the refrigerator for about 20 to 30 days.



3At this stage heat oil in a pan for deep fry. While oil is a little bit hot dip the potato cutlet into the batter and coat with the batter very well. Then put it in the hot oil with a fork. Cook one side till brown in low medium heat.

4Then flip it and let the other side cook till brown color. When both sides are done take them out of the oil and keep on a tissue to absorb excess oil. Now serve with your favorite food items. Sprinkle some rock salt to increase the taste.

 

Check out “Crispy Beguni Recipe” below.

 

আলুর চপ রেসিপি // Potato Chop Recipe // Alur Chop Recipe

 

 

উপকরণ (ব্যাটার-এর জন্য)

  • দেড় কাপ ‏বেসন
  • ৩ টেবিল চামচ ‏চালের গুড়া
  • ১ টেবিল চামচ ‏কর্ণ ফ্লাওয়ার
  • ১ চা চামচ ‏আদা-রসুন বাটা
  • ১ চা চামচ ‏ভাজা ধনিয়ার গুড়া
  • ১/২ চা চামচ ‏ভাজা জিরার গুড়া
  • ১ চা চামচ ‏শুকনো মরিচের গুড়া
  • পরিমাণমত ‏লবণ

উপকরণ (আলুর পুরের জন্য)

  • ৪ টি ‏সেদ্ধ আলু
  • ১ চা চামচ ‏পেয়াজ বেরেস্তা
  • ৬/৭ টা ‏ভাজা শুকনো মরিচ
  • ১ চা চামচ ‏কাচা মরিচ কুচি
  • ১ চা চামচ ‏ভাজা জিরা-ধনিয়া
  • পরিমানমত ‏লবণ
  • ভাজার জন্য ‏তেল

 

প্রস্তুত-প্রনালী:

প্রথমে আমাদেরকে ব্যাটার বানিয়ে নিতে হবে। একটা পাত্রে বেসন, চালের গুড়া, কর্ণ ফ্লাওয়ার, আদা-রসুন বাটা, ভাজা জিরার গুড়া, ভাজা ধনিয়ার গুড়া, শুকনো মরিচের গুড়া, লবণ দিয়ে চামচের সাহায্যে শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। মাখানো হয়ে গেলে একপাশে রেখে দিতে হবে।

অন্য একটা পাত্রে সেদ্ধ আলু ম্যাশ করে এর মধ্যে পেয়াজ বেরেস্তা, ভাজা শুকনো মরিচ, কাচা মরিচ কুচি, ভাজা ধনিয়া ও জিরা আধা ভাঙা, লবন দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে অল্প করে নিয়ে আলুর চপ এর আকার এ বানিয়ে নিতে হবে। এই চপ আপনারা যে কোন টিফিন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন ২০ থেকে ৩০ দিন।



একটি প্যানে ভাজার জন্য তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আলুর চপ গুলো ব্যাটার এ চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। এই কাজের জন্য আপনারা কাটা চামচ ব্যাবহার করতে পারেন। চুলার আচ মিডিয়াম টু লো তে রেখে এক পাশ বাদামি হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে।

এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশ ভেজে নিতে হবে। গাড় বাদামি রং হয়ে এলে নামিয়ে কোন টিস্যু এর উপর রাখতে হবে যেন অতিরিক্ত তেল শুষে নেয়। এখন আপনার পছন্দসই খাবার আইটেম এর সাথে পরিবেশন করতে পারেন। পরিবেশনের সময় উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলে স্বাদ আরো বেড়ে যাই।

 

মচমচে বেগুনি রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।

 

মচমচে বেগুনি রেসিপি | Eggplant Fritters Recipe | Crispy Beguni Recipe

Recipe By

Avatar
Posted on May 14, 2020
100 0 100 32

No Comments

Leave your comments or suggestions, thanks!