plum-chutney-pickle
100%

Servings

4

Prep

15 min

Cook

25 min

Vote

কুল/বরই চাটনি | Plum Chutney | Kul/Boroi Chutney

Ingredients

  • 500 gm ‏Dried plum
  • 1 cup ‏Sugercane jaggery
  • 1 tbsp ‏Punch foron (Five spices mix)
  • 1 tsp ‏Dried red chili powder
  • To taste ‏Salt

 

Directions:

1Wash plums thoroughly few times. Boil them with salt and drain water properly.

2Heat some water and jaggery in a pan. When jaggery melts down, add boiled plums and keep stirring.



3Now add chili powder and five spices mix “Panch Foron” powder. Mix everything well and keep stirring. Turn the flame off when the mixture gets sticky.

4When it cools down it loses stickiness to dry. Store it in a glass jar for about six months without sunlight.

 

Check out my Green Mango Chutney recipe below.

 

কুল/বরই চাটনি // Plum Chutney // Kul/Boroi Chutney

 

উপকরণ

  • ৫০০ গ্রাম ‏শুকনো বরই
  • ১ কাপ ‏আখের গুড়
  • ১ টেবিল চামচ ‏পাচফোড়ন গুড়া
  • ১চা চামচ ‏শুকনো মরিচের গুড়া
  • পরিমান মত ‏লবণ

 

প্রস্তুত-প্রনালী:

শুকানো বরইগুলো দুই-তিন বার পানি বদলে বদলে ভালভাবে ধুয়ে নিন। পরিমানমত পানি ও লবণ দিয়ে বরইগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।

এবার কড়াইতে গুড় ও সামান্য পানি দিয়ে জ্বাল করুন। গুড় গলে গেলে এতে সেদ্ধ করে রাখা বরইগুলো দিয়ে নাড়তে থাকুন।



এখন এতে শুকনো মরিচের গুড়া ও পাঁচফোড়নের গুড়া দিয়ে ভাল করে মিশিয়ে নাড়তে থাকুন। একসময় সবকিছু শুকিয়ে একটা চিটচিটে ভাবে পরিণত হবে। এরকম অবস্থায় নামিয়ে ফেলুন।

নামানোর পর চাটনি আরও কিছুটা শুকনো হয়ে যাবে। যে কোন কাচের বোতলে ভরে এই চাটনি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন ৬ মাস পর্যন্ত।

 

কাঁচা আমের চাটনির রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।

 

কাঁচা আমের চাটনি | Green Mango Chutney | Kacha Aamer Chutney

Recipe By

Avatar
Posted on May 12, 2019
100 0 100 5

One Comment

  1. Avatar Rachel Corliss 5 years ago

    It looks so yummy. I gonna try this at my home. You made so easy for me. Thanks.

Leave your comments or suggestions, thanks!