olive-pickle-jolpai-achar-recipe
98%

Servings

2

Prep

15 min

Cook

30 min

Vote

Like 42

জলপাই আচার রেসিপি | Olive Pickle Recipe | Jolpai Achar Recipe

Ingredients

  • 1/2 kg ‏Olive
  • 1 cup ‏Mustard oil
  • 1 tsp ‏Whole punch foron (Five spices mix)
  • 1/2 tsp ‏Ginger paste
  • 1/2 tsp ‏Garlic paste
  • 1 tsp ‏Roasted cumin powder
  • 1/2 tsp ‏Whole mustard
  • 2 tbsp ‏Jaggery/sugar
  • 1 tbsp ‏Vinegar
  • 1 tsp ‏Turmeric powder
  • 2 pcs ‏Bay leaves
  • 5-6 pcs ‏Dried red chilies
  • 1/2 tsp ‏Roasted punch foron powder
  • To taste ‏Chili powder
  • To taste ‏Salt

 

Directions:

1At first cut the olive roughly, wash and drain. Now marinate olive with salt and turmeric powder for 10 minutes.

2Heat mustard oil in a pan on medium flame. Add dried chilies, punch foron, mustard & bay leaves and stir till brown. Add olive and stir to mix well. Add some garlic cloves optionally for extra flavor. Then add ginger-garlic pastes and chili powder. Stir to mix well for 5-6 minutes till soft.



3Add jaggery or sugar and stir to mix well. Adjust the taste in this stage like adding salt or sugar or chili powder. Add vinegar for longer storage and stir to mix. When the olive is well cooked add roasted cumin and punch foron powders. Keep stirring on low flame till oil separates. Make cold and better to store in a glass jar and serve after a week.

……… Your Olive pickle is ready to be served. You can store it up to 6 months. All you have to do just keep the pickle in a jar and often keep under sunlight with lid open and store again.

 

Check out “Mango Chutney” recipe below.

 

Watch on YouTube: জলপাই আচার রেসিপি // Olive Pickle Recipe // Jolpai Achar Recipe

 

 

উপকরণ

  • ১/২ কেজি ‏জলপাই
  • ১ কাপ ‏সরিষার তেল
  • ১ চা চামচ ‏আস্ত পাঁচ ফোড়ন
  • ১/২ চা চামচ ‏আদা বাটা
  • ১/২ চা চামচ ‏রসুন বাটা
  • ১ চা চামচ ‏টালা জিরা গুড়া
  • ১/২ চা চামচ ‏আস্ত সরিষা
  • ২ টেবিল চামচ ‏গুড়/চিনি
  • ১ টেবিল চামচ ‏ভিনেগার
  • ১ চা চামচ ‏হলুদ গুড়া
  • ২ টি ‏তেজপাতা
  • ৫-৬ টি ‏আস্ত শুকনা মরিচ
  • পরিমানমত ‏মরিচ গুড়া
  • ১/২ চা চামচ ‏টালা পাঁচ ফোড়ন গুড়া
  • পরিমানমত ‏লবণ

 

প্রস্তুত-প্রনালী:

প্রথমে জলপাইগুলো কেটে টুকরো টুকরো করুন। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হলুদ ও লবণ দিয়ে ১০ মিনিট মেরিনেট করুন।

একটি কড়াইয়ে সরিষার তেল দিন এবং মিডিয়াম আঁচে জ্বাল দিন। তেল গরম হলে একে একে তেজপাতা, মরিচ, সরিষা এবং পাঁচ ফোড়ন দিয়ে বাদামী হওয়া পর্যন্ত নেড়ে জলপাই টুকরোগুলো ছেড়ে দিন। ভালমত নেড়েচেড়ে মিশিয়ে কিছু রসুনের কোয়া দিতে পারেন ভাল ফ্লেভারের জন্য। কিছুক্ষন নেড়ে আদা-রসুন বাটা ও মরিচ গুড়া দিয়ে দিন। ৫-৬ মিনিট নেড়ে ভালভাবে মিশিয়ে দিন জলপাই নরম হওয়া পর্যন্ত।



এবার গুড় বা চিনি দিয়ে মিশিয়ে নিন। এ পর্যায়ে স্বাদ চেখে নিয়ে অতিরিক্ত উপাদান যোগ করে নিন। ভিনেগার দিয়ে দিন। জলপাই সিদ্ধ হয়ে এলে জিরা গুড়া ও পাঁচ ফোড়ন গুড়া দিয়ে দিন। জলপাই থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত অল্প আঁচে রান্না করতে থাকুন।

……. জলপাই আচার ঠান্ডা করে এক সপ্তাহ পরে পরিবেশন করলে স্বাদ ভাল লাগে। কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় ছয় মাস। মাঝে মাঝে বয়ামের ঢাকনা খুলে রোদে দিলে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন।

 

আমের চাটনির রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।

 

কাঁচা আমের চাটনি | Green Mango Chutney | Kacha Aamer Chutney

Recipe By

Avatar
Posted on December 7, 2019
97.674418604651 0 100 43

No Comments

Leave your comments or suggestions, thanks!