homemade-butter-cookies-recipe
100%

Servings

4

Prep

20 min

Cook

30 min

Vote

Like 79

বাটার কুকিজ রেসিপি | My Favorite Butter Cookie Recipe

Ingredients

  • 1/2 cup ‏Salted Butter
  • 1/2 cup ‏Powdered sugar
  • 1 pc ‏Egg yolk
  • 1/2 tsp ‏Vanilla extract
  • 1 cup ‏Wheat flour
  • 2 tbsp ‏Corn flour
  • 2 tbsp ‏Milk powder
  • 1 tsp ‏Baking powder

 

Directions:

1Take a bowl. Take butter and powder sugar. Mix well with a spoon or whisk. Add and mix egg yolk and vanilla extract. Place a strainer and strain corn flour, milk powder, flour & baking powder and give a nice mix.

2Now knead the dough and then cut into very small pieces. Make small balls and press to give biscuit or cookie shape. You can give them some simple design with a fork or toothpick.



3Brush a baking tray with oil or butter. Place the cookies on it. Preheat oven or pan which you prefer to bake.

4Bake on 160°C for 15-20 minutes in oven or on a very low flame for 25-30 minutes in a pan with a stand. Then take them out and let them cool down completely. Now you can serve or store in a airtight container up to 15 days.

 

Check out “Egg Pizza Sandwich” recipe below.

 

Watch on YouTube: বাটার কুকিজ রেসিপি // My Favorite Butter Cookie Recipe

 

 

উপকরণ

  • ১/২ কাপ ‏লবনযুক্ত মাখন
  • ১/২ কাপ ‏গুড়া চিনি
  • ১ টি ‏ডিমের কুসুম
  • ১/২ চা চামচ ‏ভ্যানিলা এসেন্স
  • ১ কাপ ‏ময়দা
  • ২ টেবিল চামচ ‏কর্ণ ফ্লাওয়ার
  • ২ টেবিল চামচ ‏গুড়া দুধ
  • ১ চা চামচ ‏বেকিং পাউডার

 

প্রস্তুত-প্রনালী:

একটি বড় পাত্রে মাখন ও আইসিং সুগার দিয়ে ভাল ভাবে বিট করে নিয়ে ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভাল করে মিশিয়ে নিন। এবার ছাকনির সাহায্যে ছেকে কর্ন ফ্লাওয়ার, ময়দা, গুড়া দুধ ও বেকিং পাউডার দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিন।

কিছুক্ষন মথে নিয়ে ছোট ছোট বলের আকারে করে চেপে বিস্কুট বা কুকিজের মত আকার দিন।



বেকিং ট্রেতে ঘি বা তেল ব্রাশ করে তার উপর বানিয়ে রাখা বিস্কুট বা কুকিজগুলো রেখে দিন। ওভেন বা সস প্যান যেখানে বেক করতে চান আগে থেকে প্রিহিট বা গরম করে নিন।

ওভেনে ১৬০°সে. তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করুন। চুলাতে প্যানে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর বেকিং ট্রে রেখে ২৫-৩০ মিনিট অল্প আচে বেক করে নিন। হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করে নিন। এরপর পরিবেশন করুন বা কোন এয়ারটাইট কন্টেইনারে ১৫ দিন সংরক্ষণ করতে পারবেন।

 

এগ পিজ্জা স্যান্ডউইচ রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।

 

এগ পিজ্জা স্যান্ডউইচ রেসিপি | Egg Pizza Sandwich Recipe

Recipe By

Avatar
Posted on September 7, 2021
100 0 100 79

No Comments

Leave your comments or suggestions, thanks!