begun-chingri-recipe
100%

Servings

4

Prep

10 min

Cook

30 min

Vote

Like 19

বেগুন চিংড়ির ঝোল | Eggplant with Prawn Recipe | Begun Chingri

Ingredients

  • 1 pc (Medium in size) ‏Egg plant
  • 8/10 pcs (Large in size) ‏Prawns
  • 2 tbsp ‏Chopped onion
  • 7/8 pcs ‏Green chilies
  • 1 pc (Medium in size) ‏Potatoes
  • 1 tsp ‏Mustard paste
  • 1 tsp ‏Turmeric powder
  • 2 tbsp ‏Oil
  • To taste ‏Salt

 

Directions:

1Shallow fry fish with salt, turmeric powder and oil. Keep it aside.

2Heat oil in a pan. Add onion and green chilies. Fry for a minute. Then add 3 cups of water, salt and turmeric powder. Bring it to a boil.



3While boiling add eggplant and potatoes and cook for 5 minutes on medium-high flame with the lid. Then add mustard paste and mix well. Cover and cook for 2 minutes.

4Add fish and cook again with the lid till the water is dried to half. Add tomato slices and 2 green chilies for flavor. Cook till well done. Turn the heat off and serve with rice.

 

Check out my another Rohu Fish recipe below.

 

বেগুন চিংড়ির ঝোল // Eggplant with Prawn Recipe // Begun Chingri

 

উপকরণ

  • ১ টি মাঝারি সাইজ ‏বেগুন
  • ৮/১০ টি বড় সাইজের ‏চিংড়ি মাছ
  • ২ টেবিল চামচ ‏পেয়াজ কুচি
  • ৭/৮ টি ‏কাচা মরিচ
  • ১ চা চামচ ‏সরিষা বাটা
  • ১ চা চামচ ‏হলুদ গুড়া
  • ২ টি ‏টমেটো
  • ২ টেবিল চামচ ‏তেল
  • স্বাদমত ‏লবণ
  • ১ টি মাঝারি সাইজের ‏আলু

 

প্রস্তুত-প্রনালী:

লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রাখুন।

এবার কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিন। এবার পানির মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিন।



পানি ফুটতে শুরু করলে টুকরো করে কাটা বেগুন ও আলু পানির মধ্যে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এরপর ঢাকনা তুলে সরিষা বাটা দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করুন।

২ মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় ৫-৭ মিনিট রান্না করুন। একটু পরে টমেটো ফালি ও ২টি কাচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন ৫ মিনিট। ব্যাস, হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বেগুনের মজাদার তরকারি।

 

রুই মাছের একটি মজার রেসিপির জন্য নিচের লিংকে ক্লিক করুন।করুন।

 

রুই মাছের ঝোল ডালের বড়ি দিয়ে | Rohu Fish Curry | Rui Machher Jhol

Recipe By

Avatar
Posted on May 23, 2021
100 0 100 19

No Comments

Leave your comments or suggestions, thanks!